বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্র কমিটি রেজিঃ নম্বর বি ২১২৯জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কাউন্সিলের অধিবেশন আজ ২৪ শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ ডাক বিভাগের সভাকক্ষে শুরু হয়।
উক্ত কাউন্সিলে নতুন কমিটির সভাপতি হিসেবে সাইফুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক মূসা আহামেদ কে নির্বাচিত করা হয়।
দেশের বিভিন্নস্থান হতে কর্মচারী নেতৃবৃন্দ নির্বাচনে সতস্ফুর্তভাবে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ করেন।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিক নেতৃত্বে কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বিগত কমিটির সাবেক সাধারন সম্পাদক আমজাদ খান কর্তৃক ঘটিত নানা সময়ের ব্যাপক দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও তীব্র সমালোচনা করেন।
নব-নির্বাচিত সভাপতি বলেন, কর্মচারীদের অধিকার রক্ষায় আমি বা আমার সংগঠন কখনোই কোনো অপশক্তির কাছে মাথানত করবো না।
অনুষ্ঠানে নব-নির্বাচিত সাধারন সম্পাদক মূসা আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আলোকে কর্মচারীদের অধিকার আদায় ও তাদের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের মহাসম্পাদক
জনাব খলিলুর রহমান ভূঞা,সভাপতি মোসলেম হালদার,
নির্বাহী সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী সার্কেল সম্পাদক মাহবুবুল আলম ও
প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শফিক উল্লাহ দুলালসহ ডাক বিভাগের বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.