বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচন আজ। প্রয়াত জাসদ (একাংশ) নেতা মাঈনুদ্দিন খান বাদলের আসনের উপ-নির্বাচনে কে হচ্ছেন সংসদ সদস্য (এমপি) সেই প্রশ্ন সাধারণ ভোটারদের মাঝে।
ভোটাররা বলছেন, দক্ষিণ চট্টগ্রাম তথা বোয়ালখালীর যোগাযোগের একমাত্র ভরসা কালুরঘাট সেতুটি বেশি প্রয়োজন। এবার যিনি নির্বাচিত হবেন আশা করছি তিনি সেতুটি নিয়ে কথা বলবেন এবং গুরুত্বসহকারে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবেন।
নৌকা-ধানের শীষের দুই প্রার্থীর সমর্থক ছাড়া তৃণমূলের সাধারণ মানুষও ভাবছেন যোগ্য প্রার্থী কে হচ্ছেন। কাকে ভোট দিব, যোগ্য কিনা, উন্নয়ন হবে কিনা, সরকার পক্ষের নাকি সরকারবিরোধী প্রার্থীকে ভোট দিব, সেই সব আলোচনা ভোটারদের মুখে মুখে। শেষ সময়ে ভোটাররা, সেই কালুরঘাট সেতুর বিষয়টি সামনে এনেই যোগ্য প্রার্থী বিবেচনা করে এবার সংসদ সদস্য নির্বাচিত করবেন বলে জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.