বাবা হারালেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। তাঁর বাবা নূর মোহাম্মদ আজ বুধবার সকালে রাজধানীর দনিয়ার সরাই এলাকার নিজ বাসভবনে বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নূর মোহাম্মদের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর সরাই জামে মসজিদে নূর মোহাম্মদের জানাজা হয়। জানাজার আগে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান কামরুল হাসান রিপন। জানাজা শেষে নূর মোহাম্মদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে নূর মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে কামরুল হাসান রিপনের পিতৃবিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.