বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ২০ দলীয় জোটের বৈঠক আহ্বান করেছে বিএনপি।
সোমবার (১৩ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জোট থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়া বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বৈঠকে তার যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত নয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত পাঁচ এমপি জোটের সিদ্ধান্তের বাইরে এককভাবে দলীয় সিদ্ধান্তে শপথ নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ শরিক জোটের শীর্ষ নেতারা। তাদের এ ক্ষোভ দূর করতেই বৈঠক ডাকা হয়েছে।
স্কাইপের সাহায্যে ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত শরিকদের অবহিত করা হবে। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
এরই মধ্যে বিজেপির আন্দালিব রহমান পার্থ জোট ছেড়ে চলে গেছেন। ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপি ও ফ্রন্টের নেয়া সাম্প্রতিক নানা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এরকম পরিস্থিতিতে জোট ও ফ্রন্টে বিরাজমান ক্ষোভ প্রশমনে উদ্যোগী হয়েছে বিএনপি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.