মতলব উওর রিপোর্ট : ০৮ মে ২০২১, '' চেতনায় জেড ফোর্স '' মতলব উত্তর ও ছেঙ্গারচর পৌর জেড ফোর্সের উদ্দ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভিবিন্ন স্থানে আর্থিক অনুদান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিশেষ করে ছেঙ্গারচর পৌসভার একটি মাদ্রাসার ছাত্রদেরকে নগত বিতরণ করা হয় এবং একলাশপুর , সুলতানাবাদ , বাগানবাড়ি ইউনিয়নে অর্থ অনুদান এবং জহিরাবাদ সহ সুগন্দি , শিকিরচর , সটাকিতে ঈদ সামগ্রী ও দুর্গাপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য
দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রিতিটি অনুষ্ঠানে চেতনায় জেড ফোর্স মতলব উত্তর ও ছেঙ্গারচর পৌর জেড ফোর্সের নেতা কর্মীরা যৌথভাবে তাদের সামর্থ অনুযায়ী এই সামাজিক কাজে শরিক হন। তাহাদের মধ্যে এহসান চেয়ারম্যান , দেলোয়ার হোসেন জজ ,গাজী মাজহারুল ইসলাম ,
বোরহান ফরাজী , মোয়াজ্জেম হোসেন ,হারুন ওর রশিদ , শাহ আলম মাস্টার ,মান্নান লস্কর , আবু তাহের সুমন , তমিজ উদ্দিন,ওয়াদুদ মাস্টার , জাহাঙ্গীর মোল্লা , সাইফ খান , হাফিজুর রহমান কবির , রেহান মাহমুদ , নুরুল হুদা বাপ্পি , জাকির গাজী , শরিফুল ইসলাম সজীব , বায়েজিদ খান , বাদশা মিয়া ,ইকবাল হোসেন স্বপন, অনিক আহমেদ , মোঃ হাশেম , রহমত উল্লাহ , রাজীব হালদার , শাহ আলম লস্কর , মো কবির , আল আমিন ছেঙ্গারচর , শিকদার ফারুক , মজিবুর রহমান , জমির পাটোয়ারী, কবি নূর মোহাম্মদ , তোফায়েল ইসলাম বাবু , শহীদ দর্জি, নাজমুল হক, এমদাদুল হক সরকার , শাহ আলী হোসেন সোহেল ,মফিজুল ইসলাম, সিরাজুল হক , তোফায়েল আহমেদ, জোহর আলী , শরীফ , রমজান ,শাহীন , মিয়া শফিক , মোমিন , শাহাদাত হোসেন , এম এ কালাম , জিসান আহমেদ , ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম, আল আমিন বাঘ , ইঞ্জিনিয়ার শরীফ হোসেন টিটু , গোলাম রাব্বানী ষ্টার ,সামসুল ইসলাম ,আকলিমা নাসরিন,আক্তার হোসেন, হাসেম বেপারী, বেপারী মো ইউসুফ , কুদ্দুস আলী, ঢালী আলাউদ্দিন, বাবুল ভূঁইয়া ,নুরুজ্জামান , আক্তারুজ্জামান আক্তার , ফয়সাল আহমেদ, দেলোয়ার হোসেন , নূরে আলম , বশির মেম্বার , বিদ্যুৎ মোল্লা , আবিদ হোসেন বাদল রানা , সোহরাব হোসেন দালাল , সোহরাব আহমেদ ,মো মহসিন মিয়া , আনিস ওটারচর , আনিস টরকী , নাজমুল , মোতাহার ও ডাঃ মোয়াজ্জেম হোসেন সহ নেতৃবৃন্দ। এবং সার্বিক ভাবে বিষয়গুলো তদারকি করেন রানা মনোয়ার , জোবাইদা ইসলাম জেরিন , মোশারফ হোসেন পিন্টু।
এক বিবৃতিতে চেতনায় জেড ফোর্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু ও মতলব জেড ফোর্সের মহাসচিব মনির পাটোয়ারী এবং সিনিয়র সহসভাপতি এডভোকেট মেজবাউদ্দিন জনি এই সামাজিক কাজগুলো সঠিক ভাবে সম্পূর্ণ করার জন্য চেতনায় জেড ফোর্সের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছে এবং দেশ বিদেশের সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.