বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ এবং ১৪,১৫,১৬,১৭,১৮,ও ২২ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ সভাপতি আহমেদ উল্লাহ মধুর সার্বিক তত্ত্বাবধানে ও যুবনেতা ইসমাইল হোসেন তপুর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল।
দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ সহ সভাপতি আবু সাঈদ মোল্লা, নিউ মার্কেট থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সারোয়ার প্রমুখ নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.