পরিক্রমা ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ কামাল ছিলেন যুব সমাজে নিরাপত্তার আশ্রয় স্থল। তিনি সব সময় যুব সমাজকে সুসংগঠিত করতে নানামুখী কাজ করেছেন। যুব সমাজকে বিপথ থেকে ফিরিয়ে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িয়ে রাখতেন। তিনি আরো বলেন, শেখ কামাল তাঁর রক্তের ধারাবাহিকতায়ই মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তাঁর বহুমাত্রিক গুনাবলিতে ঈর্ষান্বিত হয়ে বিপথগামী কতিপয় সেনাসদস্যরা জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যার পরিকল্পনার আগে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু পরিবারের প্রতি নানা ধরনের অপপ্রচার চালিয়েছিলো। তারা হত্যার ক্ষেত্র তৈরী করতে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়েছিলো। যেমনটি করা হয়েছিলো চিলির আলেন্দার ক্ষেত্রে। বঙ্গবন্ধুকে হত্যার পরে আর সেসব মিথ্যা প্রচারণা বন্ধ হয়েছিলো। কিন্তু তৎক্ষণে বাংলাদেশের সংবিধানকে স্থগিত করে সামরিক আইন জারি করা হয়েছিলো। তিনি আরো বলেন, শেখ কামাল রাষ্ট্রপতির সন্তান হলেও তার মধ্যে কোন অহংকার ছিলো না। তিনি সকলের সাথে সাধারণ মানুষের মতই বন্ধুত্ব নিয়ে মিশতেন। তাঁর মত চৌকস মেধাবি ব্যক্তিকে হারিয়ে আজ বাংলাদেশে নেতৃত্বের সংকট। শেখ কামালের রক্তের শপথ নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ’৭১ ও ৭৫-এর খুনীদের চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে।
শনিবার সকাল সাড়ে ১০টায় খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. আনোয়ার হোসেন, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. মফিদুল ইসলাম টুটুল, রনজিত কুমার ঘোষ, নূরীনা রহমান বিউটি। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যা. আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ নুর মোহাম্মদ, চ. ম মজিবুর রহমান, আব্দুল হাই পলাশ, মো. জাহিদুল ইসলাম, শেখ আবিদ উল্লাহ, মুন্সি আইয়ুব আলী, কাউন্সিলর হাসান ইফতেখার চালু, শেখ এশারুল হক, সরদার আব্দুল হালিম, মো. জাকির হোসেন হাওলাদার, এ্যাড শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, মীর মো. লিটন, মো. সফিকুর রহমান পলাশ, নাছরিন আক্তার, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নজীবুল হক নজিব, জেসমিন সুলতানা শম্পা, আফরোজা জেসমিন বিথী, নাছরিন সুলতানা তন্দ্রা, নুর জাহান রুমি, রোকেয়া রহমান, খাদিজা কবির তুলি, রেজওয়ানা প্রধান, দিপ্তী রায়, লাকী আক্তার, নওশের আলী, আব্দুল ওহাব, কিংকর সাহা, আজিম উদ্দিন, লেলিন, জব্বার আলী হীরা, ওমর কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
শেখ কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.