‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ - এই প্রতিপাদ্য সামনে রেখে আজ ৪ নভেম্বর থেকে সারা দেশে শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১। মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে সকাল ১১টায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ মোকাব্বির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আগমন করলে তিনটি সুসজ্জিত কনটিনজেন্টের সদস্যগণ তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। প্রধান অতিথি মঞ্চে আরোহণের পর প্যারেডের সালাম গ্রহণ করেন, ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধ ঘোষণা করেন এবং বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানকে বর্ণিল করেন। তিনি ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধনী ভাষণে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সপ্তাহের সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবাকাজে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ মোকাব্বির হোসেন। সূচনা বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন।
উল্লেখ্য, সারা দেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে এ উপলক্ষ্যে মহড়া ও গণসংযোগ আয়োজন, ক্রোড়পত্র প্রকাশ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট ও পোস্টারসহ নানা প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন পোশাকশিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ সফল করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। খবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.