বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নির্বাচনী প্রচারণায় দিনভর মাঠে গণসংযোগ চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের প্রার্থীদের রয়েছে নানা অভিযোগ অনুযোগ। সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করছেন ভোটাররা।
মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের পোস্টার প্রায় নেই। রাজধানীর অলি-গলি ছেয়ে গেছে আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলরদের পোস্টারে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র নেতারা বলছেন, প্রতীক বরাদ্দের আগেই সরকারদলীয় প্রার্থীরা পোস্টার ছাটানো শুরু করেছে। ইতোমধ্যে পুরো শহর ছেয়ে গেছে তাদের পোস্টারে। আমাদের কোনও সুযোগ দেওয়া হয়নি।
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির প্রচার কমিটির আহ্বায়ক দলটির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও পোস্টার লাগাতে অনীহা রয়েছে। কারণ, পোস্টার লাগাতে গিয়ে নেতাকর্মীরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। গত রোববার বলদা গার্ডেনের সামনে পোস্টার সাঁটানোর সময় ৪ জন কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। বেশ কয়েকটি ওয়ার্ডে মেয়র ও কাউন্সিল প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বিভিন্ন মহল থেকে আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনি প্রচারণায় অংশ না নিতে। আমরা পোস্টার লাগানো ও লিফলেট বিতরণ করার জন্য ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করেছি। কিন্তু তাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আবার কোথাও পোস্টার লাগানো হলে ছিঁড়ে ফেলা হচ্ছে। তাই আমরা সশরীরে ভোটারদের কাছে যাচ্ছি। এতে তাদের ভালো সাড়া পাচ্ছি।
গত ১০ জানুয়ারি থেকে ঢাকা সিটি নির্বাচনের প্রচারণা শুরু হয়। এই ৫ দিনে বিএনপির মেয়র প্রার্থীরা একাধিক অভিযোগ দিয়েছে রিটার্নিং অফিসারের কাছে।
এ বিষয়ে উত্তরে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেন, বিএনপির প্রতিদিনের কাজ একটা না একটা অভিযোগ করা, মিথ্যা কথা বলা। আমরা যেমন প্রতিদিন সকালে নাস্তা করি, ব্যায়াম করি, তেমনিভাবে বিএনপি প্রতিদিন সকালে উঠে একটি কথা বলে যে, নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং হচ্ছে না।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.