বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সিটি নির্বাচনে মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘন না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
এসময় ওবায়দুল কাদের বলেন, সারা দেশের অসহায় মানুষের মাঝে সরকারি এবং দলীয় পর্যায় থেকে ৪৫ লাখ শীতবস্ত্র এবং নগদ তিন কোটি টাকা দেওয়া হয়েছে।
তিনি জানান, ১৮ জানুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে যৌথসভা করবে আওয়ামী লীগ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.