বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ভোটের দিন বিরোধীদের হামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সিলেট যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের পথে রওনা হয়েছেন তারা।
জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে গিয়ে হযরত শাহ জালাল শাহ পরানের মাজার জিয়ারত করবেন। তারপরে বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে যাবেন তারা। বিকেলে তাদের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার যাওয়ার কথা থাকলেও তিনি সাংগঠনিক ব্যস্ততার কারণে সিলেটে যাচ্ছেন না। অন্যদের মধ্যে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের কার্যকর সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান বীর প্রতীকসহ অন্যরা যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.