বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ২১ বছর সংগ্রাম করতে হয়েছে। এখন চারিদিকে দেখি কেবল আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। আর কোনো লীগ দেখি না। কিন্তু সেদিন আওয়ামী লীগের অনেক অভাব ছিল। সেইদিন কিন্তু এত মানুষ ছিল না। রাজনীতি এখন রাজনীতিবিদদের কাছে অনেকটা অনুপস্থিত বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বিকেলের দিকে নারায়ণগঞ্জের বন্দর কদমরসূল এলাকায় জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, 'এখন অনেকেই রাজনীতি করেন মঞ্চের পাশে এসে চেহারা দেখানোর জন্য এবং সেই চেহারাটাকে পুঁজি করে নিজের আর্থিক মুনাফার জন্য রাজনীতি করেন। সমাজে দিন দিন ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে।'
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.