প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৩, ৬:১৮ পূর্বাহ্ণ
সৌদি আরবে বৃহত্তর কুমিল্লা সমিতি উদ্যােগে মায়া চৌধুরীকে সংবর্ধনা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদ, চাঁদপুর ২ আসনের সাবেক এর সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ( বীর বিক্রমকে) বৃহত্তর কুমিল্লা সমিতি উদ্যােগে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রক) পবিত্র ওমরা পালনের উদ্দেশ্য সৌদি আরব যান। সেখানে বৃহত্তম কুমিল্লা সমিতি সৌদি আরবের জেদ্দায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করলে জেদ্দা বিশাল গণসংবর্ধনার আয়োজন করেন তারা।
বৃহত্তম কুমিল্লা সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশির এর সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন সরকার এর সঞ্চালনায় জেদ্দার সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ( বীর বিক্রম) সকল বাংলাদেশী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.