৬০০ দৃষ্টিপ্রতিবন্ধীকে যুবলীগের সহায়তা
রাজনীতি
করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তার ধারাবাহিকতায় ৬০০ দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়জিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় আমাদের এই সমাজে দৃষ্টিপ্রতিবন্ধী বাকপ্রতিবন্ধী শ্রবণপ্রতিবন্ধী বা পক্ষঘাত প্রতিবন্ধীদের অভিশাপ হিসেবে ধরা হতো। কিন্তু কোন প্রতিবন্ধীই এখন উপেক্ষিত নয়।
“যে কোন সংকটে সবসময় প্রতিবন্ধিদের পাশে থাকবে যুবলীগ। প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সমাজের সকল ধরণের প্রতিবন্ধী ও অটিস্টিকদের নিয়ে কাজ করেন। প্রতিবন্ধীরা যেন সমাজে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন সে ব্যবস্থা করেছেন।”
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.