সময়ের আবর্তনে ছয় ঋতু ঘুরে আবার এসেছে ফিরে প্রিয় ওয়ালটন ডে
দেশের প্রতিটি ঘরে সুলভে পৌঁছে দিতে টিভি ফ্রিজ এসি ও প্রযুক্তি পণ্য,
এই দিনে স্বপ্নদ্রষ্টা মনে তুলে সাহসের পাল, উদ্যোক্তা হয়ে ধরেছিলেন হাল
আজ তিনি পথিকৃৎ, বৃহত্তর প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে হয়েছেন মান্য।
যাত্রারম্ভ হতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে দিতে হয়েছে কত ঝড়-ঝঞ্ঝা পাড়ি
সব বাধা পেরিয়ে পৌঁছে যাচ্ছে দেশের পণ্য গ্রামে-গঞ্জে আমাদের প্রতি বাড়ি।
ওয়ালটন দেশেই উৎপাদন করে চলেছে বিশ্বমানের ইলেক্ট্রনিক্স পণ্য
রাষ্ট্রের চৌহদ্দি পেরিয়ে বিশ্বে পরিচিতি বাড়িয়ে জাতিকে করেছে ধন্য।
পণ্য রপ্তানিতে শীর্ষে থেকে ওয়ালটন গড়ছে দেশের অর্থনৈতিক বুনিয়াদ
আমদানিতে নিরুৎসাহিত হয়ে ওয়ালটনের এই অগ্রযাত্রা নয় মাথা নোয়াবার,
সার্বিক কর্মযজ্ঞের সাথে সংশ্লিষ্ট মালিক-শ্রমিক সবার আছে এতে অবদান
আমরা মালিক-শ্রমিক- ডিস্ট্রিবিউটর সবাই মিলে ভালোবাসার বিশাল পরিবার।
ওয়ালটনের আঙিনা এখন প্রযুক্তিপণ্য উদ্ভাবন ও গবেষণার সূতিকাগার
কর্ম পরিবেশে নেই নারী পুরষের বৈষম্য, নেই অসমতার হাহাকার,
লক্ষ তরুণের স্বপ্ন আজ ওয়ালটনে হবে তার স্বপ্নের ক্যারিয়ার
এখানেই তারা গড়বে ভবিষ্যৎ, জীবন চলার পথে আর নেই কোনো বেরিয়ার।
ওয়ালটনের শুভ জন্মদিনে আমরা শপথ করি হাতে রেখে হাত দৃঢ়চিত্তে
অন্যায় ও অনিয়মের সঙ্গে আমরা আপোস করবো না কভু রেখে দৃষ্টি বিত্তে।
তরুণ প্রজন্মের বিক্রয়কর্মী ও প্রকৌশলীদের মেধাবী উদ্ভাবনে, আর
আমাদের নিরলস শ্রমে, ওয়ালটন অবগাহন করবে সফলতার চূড়ান্ত পর্বে।
আমাদের পণ্যের অগ্রযাত্রার স্রোতে একদা দেশ হবে বিদেশী পণ্য মুক্ত
ওয়ালটন জানান দিচ্ছে বিশ্বকে, আপন প্রযুক্তির শক্তিতে হও সবাই যুক্ত,
গুণগত মান ও সাশ্রয়ী মূল্যের স্বস্তিতে মানুষ যেন মনে রাখে ভক্তিতে
সম্মিলিতভাবে গর্জে উঠে বলি ‘সেরা হয়েছি সেরা থাকবো’ চলব এই শক্তিতে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.