বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: বিএনপির রাজনৈতিক কৌশল অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (৮ জানুয়ারি) শপথ নেওয়ার পর প্রথমবারের মতো মন্ত্রণালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বেলা ১২টার দিকে মন্ত্রণালয়ে পৌঁছালে দুই বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। কর্মসূচি সফলে তাদের বিভিন্ন কৌশল থাকতেই পারে। তবে দেশের মানুষ অগ্নিসংযোগ ও জঙ্গিবাদ পছন্দ করে না, প্রশ্রয়ও দেয় না।
কামাল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি টিম হিসেবে কাজ করেছে। টিম ওয়ার্কের মাধ্যমে আমরা সফলভাবে এগিয়েছি। এই সফলতার ধারাবাহিকতা আমরা বজায় রাখবো।
প্রধানমন্ত্রীর ইশতিহার বাস্তবায়নে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জঙ্গিবাদ দমনের পাশাপাশি মাদক নির্মূলেও কাজ করে যাচ্ছে। মাদক অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.