বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন এক নারী। সদ্য জন্ম নেওয়া চার সন্তানের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকালে মা হওয়া ওই গৃহবধূর নাম নাজনিন নাহার।
২৮ বছর বয়সী নাজনিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙা এলাকার মামুনুর রশিদের স্ত্রী।
শিশু চারটির দাদা মনসুর রহমান বলেন, একসঙ্গে চার অতিথি আসায় তাদের পরিবারে খুশির শেষ নেই। বর্তমানে মা এবং সন্তানরা সুস্থ রয়েছেন।
নাজনিন নাহারের স্বামী মামুনুর রশিদ জানান, গত সোমবার প্রসববেদনা উঠলে তার স্ত্রীকে রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিট নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন গাইনি চিকিৎসক ফাতেমা সিদ্দিকা বিকাল সাড়ে ৩টার দিকে অস্ত্রোপচার করেন। এরপর পৃথিবীর আলোর মুখ দেখে একে একে চার শিশু।
জন্মের সময় শিশু চারটির মধ্যে ছেলে শিশু দুটির ওজন ছিল আড়াই পাউন্ড। আর মেয়ে দুটির ওজন ২ পাউন্ড করে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.