বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার একটি বাড়ির ভেতর কোচিং করানোর দায়ে এ জরিমানা করা হয়।
পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পীরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কোচিং এর শিক্ষক সাইফুল ইসলামকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অমান্য করায় ৫’শ টাকা অর্থদণ্ড করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.