পরিক্রমা ডেস্ক : টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী, তিনি তৃতীয়বারের মতো আর দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধান সংশোধন করে তাকে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির দায়িত্বে বহাল রাখার পরিকল্পনা সরকারের আছে কিনা— এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই।'
আনিসুল হক আরও বলেন, 'নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু তিনি (আবদুল হামিদ) দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, সংবিধান অনুযায়ী তিনি আর থাকতে পারবেন না। সেহেতু নতুন একজন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন।'
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 'আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো বটেই, কোনো মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন তা হলে জামিন দেবেন। আদালত যদি মনে করেন জামিন দেওয়া যাবে না, তা হলে দেননি।'
আনিসুল হক বলেন, 'এমনটি অহরহ ঘটে থাকে যে নিম্ন আদালত জামিন না দিলেও উচ্চ আদালত জামিন দিয়েছেন। আবার এমনও হয় যে নিম্ন আদালত জামিন দিয়েছেন, অথচ উচ্চ আদালত তা আটকে দিয়েছেন। বাংলাদেশে এমন ঘটনা নতুন কিছু নয়।'
আইনমন্ত্রী আরও বলেন, 'বিষয়টি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা হয়তো জাতীয় পার্টি-বিএনপির আমল দেখেননি কিংবা দেখলেও সেটি বলতে চাচ্ছেন না।'
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.