খুঁজে পাওয়া যাচ্ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। পুলিশ তাকে যথাসাধ্য খোঁজ করলেও তাকে খুঁজে পায়নি। শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিহার রাজ্যের পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। খবর আনন্দবাজারের।
তিনি বলেন, 'তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তীকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা চালিয়েই যাচ্ছি।'
গত তিন দিনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে ছাড়াবন্ধু মহেশ শেট্টি, দিদি নিতু সিংহ এবং পরিচারকক ও চিকিৎসকসহ মোট ছ’জনের বয়ান রেকর্ড করেছেন বলে জানিয়েছেন তারা।
শনিবার বয়ান রেকর্ড করা হয় পরিচালক রুমি জাফরির। রিয়া এবং সুশান্তকে একসঙ্গে নিয়ে একটি ছবি পরিচালনা করার কথা ছিল রুমির।
সম্প্রতি সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের মামলা দায়ের করেছেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণও পেয়েছে পুলিশ। এ বিষয়ে রিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও তাকে খুঁজে পাচ্ছেন না তারা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.