প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
রূপালী লাইফের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রোববার (৯ফেব্রুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ের মুস্তাফিজুর রহমান বোর্ড রুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদপযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ জামিল মতিন, পরিচালক মাহিম রহমান জীম ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। এছাড়াও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ।
বিজ্ঞাপন

রূপালী লাইফ প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অগণিত গ্রাহকের আস্থা আর ভালোবাসায় কোম্পানি আজ বীমা জগতের একটি অনন্য নাম। কোম্পানি ইতিমধ্যে গ্রাহকদের প্রত্যাশা পূরণ ও সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এছাড়াও গ্রাহকের প্রিমিয়াম প্রদান পদ্ধতি সহজীকরণ, মেয়াদোত্তীর্ণ দাবি, মরণোত্তর দাবি ও সারভাইভ্যাল বেনিফিটসহ যাবতীয় কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন করে আসছে। গ্রাহকের সেবার মান ও সন্তুষ্টি অর্জনে রূপালী লাইফ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে কোম্পানি কেন্দ্রীয় কার্যালয়ে গ্রাহক ডেস্ক খুলে গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবা প্রদানের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে রূপালী লাইফ গ্রাহক সেবা প্রদানে যাবতীয় কার্যক্রম অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করছে।
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গুলোর মধ্যে এই পদ্ধতিটি সর্ব প্রথম রূপালী লাইফ চালু করেছে। ঢাকা ব্যাংক, সোসাল ইসলামি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক এ প্রক্রিয়ার অংশীদার হিসাবে কাজ করছে।
এছাড়াও কোম্পানির গ্রাহকগণের প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে সহজ ও আধুনিকায়নের জন্য মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস যথাক্রমে বিকাশ, নগদ, রকেট এবং ট্যাপের মাধ্যমে প্রিমিয়াম গ্রহণ করা হয়। ভবিষ্যতে নতুন নতুন পদ্ধতির মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়ন ও পরিধির বিস্তৃতি ঘটানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.