স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা রোহিঙ্গাদের নেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছেন তা যাচাই বাছাই করা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ রোহিঙ্গাদের নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে সেটি আমরা খতিয়ে দেখছি। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো প্রস্তাব আসেনি।
রোববার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে রোহিঙ্গা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো প্রস্তাব আসেনি, প্রস্তাব পেলে অল্পসংখ্যক নয়, অধিকসংখ্যক নেওয়ার জন্য বলব। এতে আমাদের সুবিধা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.