আনুমানিক ১৬:৩০ ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকার লালবাগ থানাধীন প্রকৌশলী বিশ^বিদ্যালয় মার্কেট, পলাশী বাজার, ঢাকেশ^রী রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১০৪৭ (এক হাজার সাত চল্লিশ) পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রায়সুল হাসান শিশির (২৯) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৭৮৫/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ লালবাগসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.