ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যাপভিত্তিক সাইকেল সেবা
‘জোবাইক’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৬ অক্টোবর ২০১৯
বুধবার টিএসসি চত্বরে আনুষ্ঠানিকভাবে জোবাইক কর্মসূচির
উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর
উদ্যোগে ক্যাম্পাসে অ্যাপভিত্তিক এই সাইকেল সেবা কর্মসূচি চালু
হলো।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস্ধসঢ়; ঈ নোমান-এর সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাকসু’র ভিপি নুরুল হক
নুর, জিএস গোলাম রব্বানীসহ ডাকসু’র নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য
রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ক্যাম্পাসে
পরিবহন খাতের উন্নয়নে ‘জোবাইক’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করবে। ‘জোবাইক’ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সময় সাশ্রয়
হবে এবং পরিবহন ব্যয় কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.