ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের বি.এস.এস. (সম্মান) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ আজ ১৬ জানুয়ারি ২০২২ রবিবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের নবনির্বাচিত ডিন এবং ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি আইন বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল’ এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক ড. মিজানুর রহমান ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারপার্সন খন্দকার ফারজানা রহমান এতে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. জিয়া রহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ক্রিমিনোলজি বিভাগ একটি পরিবারের মত যেখানে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক রয়েছে। নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও মনোযোগ দিয়ে পড়াশুনা করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.