আশিক সরকার: জাতীয় সংসদ সদস্য চাঁদপুর-২ গণমানুষের নেতা আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল অমিন রুহুল শনিবার (২১সেপ্টেম্বর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলায় আসছেন।
শনিবার দুপুর দুইটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ও প্রশিক্ষণ প্রাপ্ত জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ এবং মা ইলিশ রক্ষা কার্যক্রম বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিকাল তিনটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ সভা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।
ঐদিন সন্ধ্যা ছয়টায় মতলব উত্তর উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ সভা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.