ঢাকার শনির আখড়ায় আন্ডারপাস সংলগ্ন জীর্ণ প্রায় রাস্তার পাশে কালভার্ট-রাস্তা সংস্কারের দাবীতে আজ শুক্রবার মানববন্ধন করেছে এখানকার এলাকাবাসী।
বিকাল ৪ টার পরে অনুষ্ঠিত হওয়া এই মানববন্ধনে অংশগ্রহণ করেন এখানকার বহু এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসীর পাশাপাশি বক্তারা অচলাবস্থায় পরে থাকা রাস্তাটির জন্য নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। আয়োজনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন জাহিদ হাসান রহিম, মাহমুদুল আলম বাঁধন, নেয়ামুল করিম নাফি, মাহমুদ সারওয়ার রনি, সৌরভ হোসেন, শাহনেওয়াজ ফাহাদ, সাইফুল্লাহ শাকিল, অর্ণব হুসেইন, আল আমিন ব্যাপারী ও রাকিব হোসেন, মাহমুদুল হাসান রাফি। সেই সাথে এই রাস্তা দিয়ে যাতায়াত করে আহত হওয়া এক ভুক্তভোগী বক্তব্য উপস্থাপন করেন।
তারা তাদের বক্তব্যে এই ভাঙ্গা রাস্তাটির জন্য বিগত সময়ে বিভিন্ন পেশার মানুষের আহত হওয়ার একটি পরিসংখ্যান তুলে ধরেন।
সেই সাথে মানববন্ধনে দ্রুত একটি কালভার্ট নির্মাণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে আগামী ১৪ দিনের মধ্যে দ্রুত কালভার্ট নির্মাণ না হলে নতুন আন্দোলনে যাওয়ার জন্য আল্টিমেটামের ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনের অন্যতম বক্তা শাহনেওয়াজ ফাহাদ তার বক্তব্যে বলেন, গত ৩ বছরে এই এলাকা সিটি কর্পোরেশনের অধিভুক্ত হওয়ার পরে মুখে মুখে ধানমন্ডি, বনানীর মত মূল্যায়ন করা হলেও সে অনুযায়ী কাজ হচ্ছেনা। কেনই বা হচ্ছেনা সেটা তিনি জনপ্রতিনিধিদের প্রতি প্রশ্ন তুলে দেন। সেই সাথে বলেন, আপনারা আমাদের কাউন্সিলর আমাদের ভালোবাসেন তাই আমাদের সমস্যা গুলো সমাধান করার দায়িত্বও আপনাদের। প্রয়োজনে মাননীয় মেয়রের পায়ে ধরে হলেও এই রাস্তার সংস্কারের দাবী তোলেন তিনি৷
উল্লেখ্য বিগত অনেক বছর যাবত এই রাস্তাটির কারণে শনির আখড়া বাসির দুর্ভোগের শেষ নেই। প্রতিনিয়তই রাস্তাটির কারণে বিভিন্ন যানবাহন উল্টে পাশের খালে পড়ে কয়েকশ মানুষ আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.