বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দ্বিতীয় মেয়াদে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। প্রথম নির্বাচনে জয়ের পর শপথ অনুষ্ঠানে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এবার শপথের দিনে মিলল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে ভারত। আর এই কারণেই যত রাগ যুক্তরাষ্ট্রের। এর আগে ২০১৪ সালে চীন এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে রাশিয়ার কাছ থেকে।
ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘মস্কোর কাছ থেকে দিল্লির এস-৪০০ কেনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এটা বড় কোনো ব্যাপার নয় বলে যেটা বলা হচ্ছে, সেটা আমরা মানতে পারছি না।’
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ কারণে ভারত-মার্কিন সম্পর্কে ‘গুরুতর প্রভাব’ পড়বে।
গত বছর ৫ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের সময় ৫০০ কোটি ডলার দিয়ে ওই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হয়। চলতি বছরের জানুয়ারিতে বিবৃতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এস-৪০০ হস্তান্তর শুরু হবে ২০২০-এ। আর তা শেষ হবে ২০২৩ সালের মধ্যে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও আরটি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.