সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করায় ১৭ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের শরীয়তপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ।
কোভিড-১৯ প্রতিরোধে পালং বাজার, প্রেমতলা, রাজগঞ্জ, চৌরঙ্গীসহ পৌরসভার বিভিন্ন স্থানে গতকাল বুধবার (১৭ জুন) সন্ধ্যার ৬.৩০ হতে রাত ৮.৩০ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ রাত ৮ টার পরে বাইরে আড্ডা দেয়াসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ১৭ জনকে মোট ৪,৬০০ (চার হাজার ছয়শত) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অনেককে এসময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্য০বিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ্যো বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পারস্পরিক দূরত্ব অন্তত ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়। এসময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। প্রত্যেহকদিন এ অভিযান অব্যযহত রাখা হবে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.