বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশ ফেরত তিন যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।
তিনি বলেন, শনিবার (২১ মার্চ) রাত ১২টা থেকে এখন পর্যন্ত ১০টি বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়েছে। ঢাকা থেকে বিভিন্ন দেশে গেছে ১০টি ফ্লাইট।
ব্রিটেন, চীন, থাইল্যান্ড ও হংকংয়ের সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ করা হবে কিনা তা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। সে ক্ষেত্রে এই চারদেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত হলে, আকাশপথে বাংলাদেশের সঙ্গে আর কোনো আন্তর্জাতিক যোগাযোগ থাকবে না।
এছাড়া সব এয়ারলাইন্সের ফ্লাইট সীমিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো যাত্রীকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়নি বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.