প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার (১১ নভেম্বর) তার করোনা টেস্টের রিপোর্টে পজিটিভ ফলাফল এসেছে।
তবে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) র্যাব ডিজি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিজি র্যাব আবদুল্লাহ আল-মামুন বলেন, শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আমি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাই। বুধবার নমুনা পরীক্ষার ফলাফল রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপরই আমি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছি।
তিনি বলেন, এখন কিছুটা সুস্থ বোধ করছি। হাসপাতালে ভর্তি থেকেই চিকিৎসা করাচ্ছি। দ্রুত সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.