শরীয়তপুরের ভেদরগঞ্জের কৃতি সন্তান ডা. হেলাল উদ্দিন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে ডা. হেলাল উদ্দিনকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন নিখিলসহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ডা. হেলাল উদ্দিনকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও তার শুভাকঙ্ক্ষীরা।
উল্লেখ্য, ডা. হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদ্য সাবেক উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন।
এর আগে, বাংলাদেশ ছাত্রলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন। রাজনীতিতে সক্রিয় ডা. হেলাল উদ্দিন সব সময় মানুষের কল্যাণে কাজ করে চলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র সফর করেছেন তিনি।
ডা. হেলাল উদ্দিন করোনাকালীন সময়ে গঠিত যুবলীগের স্বাস্থ্য টিমের প্রধান সমন্বয়ক। এছাড়াও শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকাসহ বিভিন্ন স্থানে করোনাকালীন সময়ে মানুষের পাশে থেকেছেন। এমনকি মানুষের সেবা করতে গিয়ে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.