আশিক : চরভাগা উদয়ন সংসদের ৩০ বছর পূতি উপলক্ষে হাডুডু খেলার আয়োজন করা হয়। উক্ত খেলার সখিপুর থানার ৯ টি ইউনিয়নের মধ্যে ৮ টি দল অংশ নেয়। প্রতিটি খেলা নক আউট বিত্তিক অনুষ্ঠিত হয়। যার মধ্যে চরভাগা সেভেন স্টার এবং মমিন আলী মোল্লার বাজার একাদশ ফাইনালে উর্ত্তিণ হয়। ফাইনাল খেলায় চরভাগা সেভেন স্টারকে পরাজিত করে মমিন আলী মোল্লার বাজার একাদশ বিজয়ী হয়। শনিবার (১৭ আগস্ট) বিকালে সখিপুর চরভাগায় গোরঙ্গবাজার উদয়ন মাঠে হাডুডু খেলাটি অনুষ্ঠিত হয়। চরভাগা উদয়ন সংসদ আয়োজনে হা-ডু-ডু ফাইনাল-খেলায় সংগঠনের সভাপতি দাদন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরভাগা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, বিশেষ অতিথি মনোয়ার হোসেন বাবু বকাউল ও দেলোয়ার হোসেন বেপারী সাবেক চেয়ারম্যান চরভাগা ইউপি, আব্দুর খালেক খালাসী আহবায়ক সখিপুর থানা যুবলীগ, অলি উল্লাহ চৌকিদার সভাপতি চরভাগা ইউনিয়ন আওয়ামীলী, আলা উদ্দিন গাজী সাধারন সম্পাদক চরভাগা ইউনিয়ন আওয়ামীলীগ, মো: মিলন হাওলাদার সভাপতি চরভাগা ইউনিয়ন যুবলীগ প্রমূখ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্স আপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয়। এলাকার নানা বয়সী হাজার হাজার মানুষ খেলাটি উপভোগ করে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.