শরীয়তপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে খাদিজা আক্তার নিয়ন (১৯), নামক এক যুবতী অদ্য মঙ্গলবার (২৮শে এপ্রিল) ভোর আনুমানিক সারে ৪ ঘটিকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন বলে অদ্য দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসন কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। মৃত খাদিজা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর মগর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম সোলাইমান ছৈয়াল।
জেলা প্রশাসন কতৃক প্রেস বিজ্ঞপ্তিতে এরূপ বলা হয়েছে যে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর মগর গ্রামের বাসিন্দা খাদিজা আক্তার নিয়ন (১৯), স্বামী সোলাইমান ছৈয়াল গত ২৬শে এপ্রিল নড়িয়া উপজেলার ঘড়িষার সেন্টাল হসপিটালে গায়ে জ্বর নিয়ে ডাক্তারের কাছে গেলে তাকে চিকিৎসা প্রদান করা হয়।
২৮শে এপ্রিল ভোর আনুমানিক সারে ৪টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। খাদিজা আক্তারের মৃত্যু সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নড়িয়া মৃতের বাড়িতে উপস্থিত হয়ে তাকে পরীক্ষা করেন।
চিকিৎসকের ভাষ্যমতে, তিনি জ্বরে ভুগছিলেন এবং তার শরীরে লালচে দাগ ছিল। করোনা ভাইরাসের সাথে তার উপসর্গের মিল থাকায় তার নমুনা সংরক্ষণ করে আইইডিসিআর-এ প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে গঠিত উপজেলা কমিটিকে আইইডিসিআর এর প্রটোকল মোতাবেক তাকে দাফন করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ইতিমধ্যে মৃতের পরিবারের সদস্যদের, তার বাড়ির আশেপাশের কয়েকটি পরিবার, তার সংস্পর্শে আসা ব্যক্তিদের এবং ঘড়িষার সেন্টাল হসপিটালের ডাক্তারকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তার নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পূর্ব পর্যন্ত তারা আবশ্যিকভাবে হোম কোয়ারান্টাইনে থাকবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.