শরীয়তপুর পালং মডেল থানা পুলিশের একটি দলের বিশেষ অভিযান পরিচালনায় পালং থানা এলাকা হতে ১৫ মণ মা ইলিশসহ ১৯ জনকে আটক করা হয়।
২১ অক্টোবর সোমবার সারাদিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
পালং মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই মোঃ খালেকুজ্জামান, এসআই মোঃ এনামুল হক, এএসআই রনজিৎসহ সঙ্গীয় অফিসার-ফোর্সবৃন্দ। পালং মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)মো. জাহাঙ্গীর আলম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৯ জনকেই আর্থিক জরিমানা করা হয়। জব্দকৃত মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.