বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনার চত্বর ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেও র্যাবের কড়া টহল থাকবে। একুশে ফেব্রুয়ারির দিন দুপুর পর্যন্ত আমরা দায়িত্ব শেষ করবো। যদি দুপুরের পরেও আমরা মনে করি আরো কিচ্ছুক্ষণ থাকা প্রয়োজন তাহলে র্যাব দায়িত্ব পালন করবে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, এদিন শহীদ মিনারে এলিট ফোর্স র্যালিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। এ ছাড়াও সারা দেশে র্যাবের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব ডিজি বলেন, স্পেসিফিক কোনো শঙ্কা নেই। তবে সবসময় আমরা বিষয়টা মাথায় রাখি। রাষ্ট্রীয় অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয় করে সবসময় তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া র্যাবের নিজস্ব গোয়েন্দারা ২৪/৭ জঙ্গিদের গতিবিধির প্রতি নজর রাখছে।
এ ছাড়াও শহীদ মিনারে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সুইপিং ফোর্স, স্পেশাল স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে বলে জানান র্যাব ডিজি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.