পরিক্রমা ডেস্ক : শান্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থাকে। নোবেল কমিটি ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারটি বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। নোবেল কমিটি জানায়, পুরস্কার বিজয়ীরা তাদের নিজ নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন। তারা বহু বছর ধরে ক্ষমতাসীনদের সমালোচনা করার অধিকার ও নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়ে প্রচারণা চালিয়েছেন।
জানা গেছে, ১৯৮০ এর দশকের মাঝামাঝি বেলারুশের গণতন্ত্র আন্দোলনের সূচনাকারীদের মধ্যে একজন ছিলেন আলেস বিলিয়াতস্কি। তিনি তার নিজের দেশে গণতন্ত্র প্রচার এবং শান্তিপূর্ণ উন্নয়নে তার জীবন উৎসর্গ করেছেন। তিনি ১৯৯৬ সালে ভিয়াসনা নামক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ভিয়াসনা একটি বিস্তৃত-ভিত্তিক মানবাধিকার সংস্থায় বিকশিত হয়েছে।
সংস্থাটি রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের নির্যাতনের নথিভুক্ত এবং প্রতিবাদ করে। সরকারি কর্তৃপক্ষ বারবার বিলিয়াতস্কিকে নীরব করার চেষ্টা করেছে। তিনি ২০২০ সাল থেকে এখনও বিনা বিচারে আটক রয়েছেন। তা সত্ত্বেও বিলিয়াতস্কি বেলারুশের মানবাধিকার ও গণতন্ত্রের জন্য তার লড়াই বজায় রেখেছেন। সূত্র : দ্য গার্ডিয়ান
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.