মোঃ ফারুক আহম্মেদ : যশোর জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা'র পুটখালী ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম পুটখালী হতে ৯'শ ৩৮ গ্রাম ওজনের ০৮(আট) পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(২১ বিজিবি)'র সদস্যরা। শুক্রবার(১০ ফেব্রুয়ারী) রাতে স্বর্ণগুলি উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান,তার নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে শার্শার পুটখালী গ্রাম দিয়ে একটি স্বর্নের বড় চালান ভারতে পাচার হবে, এমন তথ্যের ভিত্তিতে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী গ্রামস্থ মেইন পিলার ১৭/৭ এস এর ১১৮ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সজলের মোড় নামক স্থানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়।
কিছুক্ষন পর বিজিবি'র টহল দল ০২ জন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাদেরকে থামতে বলা হলে উক্ত ব্যক্তিরা মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি'র টহল দল লাঠি দিয়ে আঘাত করলে মোটর সাইকেলের পিছনে থাকা ব্যক্তির সাথে বহনকৃত কষ্টেপ দ্বারা পেচানো একটি প্যাকেট ছিটকে রাস্তার পার্শ্বে পড়ে যায়, বিজিবি'র টহল দল উক্ত প্যাকেট টি তল্লাশী করে ৯৩৮ গ্রাম ওজনের মোট ০৮ পিস স্বর্নের বার উদ্ধার করতে সক্ষম হয়। তবে,পাচারকারীদের কাউকে ধরতে পারিনি বিজিবি।
স্বর্ণের আনুমানিক সিজার মূল্য-৭৪,১৯,৫৮০/- (চুয়াত্তর লক্ষ উনিশ হাজার পাঁচশত আঁশি)টাকা।
উল্লেখ্য, গত ২০২২ ইং সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২৩ (তেইশ) বারে ২৩ জন আসামীসহ সর্বমোট ৬৬ কেজি ১৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৪৯,০৪,৭৩,৬৮০/- (উনপঞ্চাশ কোটি চার লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত আঁশি) টাকা।
বেনাপোল প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.