মোঃ ফারুক আহম্মেদ: ভারতে পাচারকালে শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। বুধবার (৩১ মে) রাত ১১ টার দিকে বিজিবির একটি টহল দল স্বর্ণের চালানটি জব্দ করে।
বিজিবি জানায়, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের খবরে বিজিবির টহল দল সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন অবস্থানে থাকে। এই সময় এক ব্যক্তি সীমান্তের শুন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা। তাকে থামতে বললে ইছামতি নদীতে ঝাঁপ দেয়। এসময় তার কাছে থাকা একটি পোটলা পড়ে যায়। পোটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
এ ব্যাপারে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, পাঁচ ভূলাট সীমান্ত পথ দিয়ে পাচারের স্বর্ণের চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। স্বর্ণের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।
বেনাপোল প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.