পরিক্রমা ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ম্যাপল ইন্টারন্যাশনাল (টরেভিনো বিডি-জাপান ভিত্তিক ওয়াটার পিউরিফাইয়ার কোম্পানী) এর মধ্যে ১২ ডিসেম্বর ২০২২ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে কার্ড ডিভিশনের প্রধান জনাব মোঃ মারুফুর রহমান খান এবং ম্যাপল ইন্টারন্যাশনাল টরেভিনো বিডি এর ম্যানেজিং পার্টনার জনাব পল্লব দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর কার্ড হোল্ডারগণ টরেভিনো বিডি এর পণ্য ক্রয় বা সেবা গ্রহণে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন, অথবা ক্রেডিট কার্ড হোল্ডারগণ যেকোন পণ্য ক্রয়ে ০ শতাংশ হারে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী এবং টরেভিনো বিডি এর পরিচালক মোঃ আল-মাসুম-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.