প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজকে দেখতে গিয়েছিলেন।
রোববার দুপুর ১২টার পর ইউনাইটেড হাসপাতালে গিয়ে নিবিড় পর্যবেক্ষণে থাকা তৌফিক নেওয়াজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
বিকালে তৌফিক নেওয়াজকে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নেয়ার কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাধীন ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজের পাশে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এরপর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
তিনি আরো জানান, গত ১৯ জুলাই রাতে ড. তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেন স্ট্রোকের পর চিকিৎসকরা তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। উন্নত চিকিৎসার জন্য রোববার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.