বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধের সিন্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এ সময়টা যেন শিক্ষার্থীরা যার যার বাসায় থাকে- বিষয়টি নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার দুপুরে শিক্ষামন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এ সময় কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকবে। স্কুল-কলেজ বন্ধ থাকবে মানে এই নয় যে, শিক্ষার্থীরা ঘুরতে যাবে, কোচিংয়ে যাবে। ভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে বাসায় থাকতে হবে।
এইসএসসি পরীক্ষার বিষয়ে ড. দীপু মনি জানান, অবস্থা পর্যবেক্ষণ করছি। কোনো সিদ্ধান্ত নিতে আমরা পিছপা হবো না। এইচএসসি পরীক্ষার কাছাকাছি সময়ে এসে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।তবে অপ্রোয়জনীয় কোনো সিদ্ধান্ত আমরা নেবো না বলেও মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.