করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে আগামী ১৩ সেপ্টেম্বর প্রথম দফায় খুলছে দেশের সব মেডিক্যাল কলেজ।
বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় তিনি জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নেয়া হবে। মোটামুটি এ মাসের ১৩ তারিখ থেকে সশরীরে ক্লাস নেয়া হবে। হয়তো দুয়েকদিন এদিক-ওদিক হতে পারে।’
শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজ খোলার ব্যাপারে আগামী রোববার বৈঠক করবে বলে জানা গেছে।
পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ১৫ই অক্টোবরের পর থেকে খুলতে পারবে-এমন সিদ্ধান্ত আগেই ঘোষণা করা হয়েছে।
দেশে গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে পনেরো মাস ধরে স্কুল-কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে ক্লাস বন্ধ রয়েছে।
দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে ক্লাস বন্ধ থাকায় তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে।
শিক্ষার্থী অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও এখন দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি তুলেছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.