শামসুজ্জামান ডলার,মতলব উত্তর(চাঁদপুর) : মতলব উত্তরে চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত শিশুমেলা অনুষ্ঠিত হয়। বুধবার দুপরে উপজেলার ঠেটালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতে শিশুমেলা উপলক্ষে আলোচনা সভা, রেলী, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার নুরুল হক এর সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওসমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। এ দেশ ও জাতীকে এগিয়ে নিতে এই শিশু শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। তাই শিশুদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে অভিভাবকদের আরো আন্তরিক হতে হবে।
তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের সকলেরই আন্তরিকতার সাথে কাজ করা উচিৎ। কেননা, এই দেশটা আমরাই স্বাধীন করেছি তাই দেশকে সুন্দরভাবে গড়েতুলা আমাদের সকলেরই দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ হোসেন, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী প্রমূখ।
শিশু মেলায় বেশ কয়েকটি স্টল প্রদর্শন করা হয়
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.