বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :
জমজমাট প্রিমিয়ার লিগে নতুন মোড়। বদল হতে থাকা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান চলে গেল ম্যানচেস্টার সিটির দখলে। আর সেই সুযোগটা করে দিলো লিভারপুলই! শীর্ষস্থান ধরে রাখার সুযোগ থাকলেও অলরেডরা কাজে লাগাতে পারলো না। এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থানে নেমে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।
শনিবার বোর্নমাউথের বিপক্ষে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল ম্যানসিটি। রবিবার তাই এক নম্বর জায়গা ফিরে পেতে জয় ছাড়া কোনও পথ ছিল না লিভারপুলের। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি অলরেডস। এভারটনের মাঠে মার্সিসাইড ডার্বিতে গোলশূন্য ড্র করায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে লিভারপুলকে।২৯ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। সমান ম্যাচে ১ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে ম্যানসিটি। পয়েন্ট টেবিলের লড়াইয়ে প্রিমিয়ার লিগের উত্তেজনা বেড়ে গেল আরও।প্রিমিয়ার লিগ যুগে কোনও শিরোপা নেই লিভারপুলের ঘরে। এবার সেই হতাশা কাটানোর মিশনে দারুণভাবেই এগিয়ে যাচ্ছিল তারা। মাঝে ছন্দপতনে শীর্ষস্থান হারালেও তা পুনরুদ্ধার করেছিল তারা। কিন্তু রবিবার আবারও শিরোপা দৌড়ে ধাক্কা খেলো ক্লপের দল।এভারটনের মাঠ থেকে গোলশূন্য ড্রয়ে কাঠগড়ায় উঠবেন মোহাম্মদ সালাহ। মিশরীয় ফরোয়ার্ড বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন। ১৫তম মিনিটে তার জোরালো শট প্রতিহত করেন স্বাগতিক গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। খানিক পর ফাবিনিয়োর বাড়ানো বল থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন সালাহ। মিশরীয় তারকা সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো জয়ের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও ধরে রাখতে পারতো লিভারপুল। গোল ডটকম bporikromanewsbd.com
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.