শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের নতুন ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ।
বিশ্ববিদ্যালয়ের ভিসি'র অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত নতুন ডীন নিয়োগের অফিস আদেশ দেয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের বর্তমান ডীন মো. মিজানুর রহমান সরকার এর ডীন হিসেবে নিযুক্তির মেয়াদ ৯ সেপ্টেম্বর পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৩(৫) উপ-ধারা মোতাবেক উক্ত অনুষদের পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক আব্দুল লতিফকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
৯ সেপ্টেম্বর অপরাহ্ন থেকেই অফিস আদেশ কার্যকর হয়েছে। ডীন হিসেবে দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক তিনি অন্যান্য সুবিধাদি পাবেন।
নবনিযুক্ত ডীন আব্দুল লতিফ আমার সংবাদকে বলেন, আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাব। পূর্ববর্তী ডীনের অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করব। ডীন অ্যাওয়ার্ড নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে। আশা করি ডীন অ্যাওয়ার্ড চালু করতে পারব। সর্বোপরি সকলের সহযোগিতা নিয়ে অনুষদকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.