পরিক্রমা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শেখ কামাল ছিল বহুমুখী প্রতিভার অধিকারী। কামাল যখন মুক্তিযুদ্ধে যায়, তাকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন লেখাপড়া করার জন্য এবং তাকে সব ধরনের সহযোগিতা করবে। কামাল কিন্তু তাতে রাজি হয়নি। সে বলেছিল, “আমি মুক্তিযুদ্ধ করতে এসেছি, আমি ট্রেনিং নেব”।’
আজ শনিবার বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার যে অবদান রয়েছে তা চিরোদিন মানুষ স্মরণ করবে’, বলেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ‘সাংস্কৃতিক জগতেও তার বহুমুখী প্রতিভা রয়েছে। চমৎকার উপস্থিত বক্তৃতা দিতে পারত। গানের গলা ছিল, ঘরে ঢুকলেই গুন গুন করে গানের আওয়াজ পাওয়া যেত। ক্রিকেট, হকি সহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে সে সম্পৃক্ত ছিল। তাছাড়া বড় কথা স্পন্দন শিল্পগোষ্ঠী সৃষ্টি করেছিল। খুব সুন্দর সেতার বাজাতো।’
তিনি বলেন, ‘শেখ কামাল ছিল নির্লোভ। সে সাধারণ জীবন-যাপন করতো। তার একমাত্র লক্ষ্য ছিল যুবসমাজকে খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দেয়া এবং জাতির সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করা।’
শেখ হাসিনা বলেন, ‘এই মাসটি হচ্ছে শোকের মাস। আর এরই মাঝে এসেছে কামালের জন্মদিন। কামাল আমার ছোট। আমরা পিঠাপিঠি দুই ভাই বোন। আমরা খেলার সাথি, আন্দোলন-সংগ্রামেও এক সঙ্গে ছিলাম।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.