বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : যাদের ধরা হচ্ছে তারা সত্যিকারের অপকর্মকারী। সত্যিকার অর্থেই অপকর্মকারীরাই অভিযানের মূল টার্গেট। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস্থ শুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে। দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে। কোনো দুর্নীতিবাজকে ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, শুধু ঢাকাতেই এ অভিযান সীমাবদ্ধ নয়। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া-সারা বাংলা এ অভিযান চলবে। ব্যক্তি হিসেবে চুনোপুটি হলেও অনেকে দুর্নীতিতে রাঘববোয়াল হয়েছেন। অপরাধী যতো বড় আর ছোটই হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া আওয়ামী লীগের সম্মেলনের সঙ্গে এ শুদ্ধি অভিযানের কোনো সম্পর্ক নেই।
বিএনপির সময়ে দেশে সন্ত্রাস-জুয়ার উত্থান মন্তব্য করে তিনি বলেন, ক্যাসিনোর শুরু হয় হাওয়া ভবন থেকেই, তারাই বলতে পারবে কীভাবে শুরু হয়েছে। আর মদ, জুয়া বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছেন। বিএনপি এগুলো প্রবর্তন করেছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। খালেদা জিয়া পারেননি, শেখ হাসিনা পেরেছে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, চিফ ইঞ্জি. মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এসএম আনোয়ার হোসেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.