বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনার কর্মী হয়েই বেঁচে থাকতে চাই। আওয়ামী লীগের কর্মী হয়ে রাজনীতি করলে শান্তি পাওয়া যায়। যেই দলের প্রধান জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আর শেখ হাসিনা হলো উন্নয়নের প্রতীক, শান্তির রোল মডেল।
বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, শাহজালাল বাদল, কাউন্সিলর ওমর ফারুক, জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক হাজী সুমন কাজী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, যুবলীগ নেতা মোঃ ফারুক প্রমূখ।
শামীম ওসমান বলেন, দেশের মানুষ আজ স্বাধীনতার স্ব-পক্ষের শক্তির সাথে রয়েছে। আর স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিকে সাথে নিয়ে এগিয়ে চলেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.