জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, ‘আমাদের দেশের অনেকেই আশা করেছিল দেশ কখন না শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যায়। মনে হয় দেশ শ্রীলঙ্কা হয়ে গেলে তারা খুব খুশিতে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন এদেশ ততদিন শ্রীলঙ্কা হবে না।’
শনিবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ সব কথা বলেন।
উপাচার্য ইমদাদুল হক আরও বলেন, ‘দেশের একটি গোষ্ঠী নিজের নাক কেটে পরের যাত্রা নষ্ট করতে চায়। তারা ক্ষমতায় আসার জন্য নিজের দেশকে নিচু করতেও দ্বিধাবোধ করে না। ইনশাআল্লাহ গতকালকেই লাখো মানুষের সামনে প্রধানমন্ত্রী বলেছেন, এদেশ শ্রীলঙ্কা হবে না, এদেশে দুর্ভিক্ষ হবে না। এখন আমাদের প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমাদের সকল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই। কিন্তু আইকিউএসি এর সূচকে যেসব বিভাগের অ্যালামনাই রয়েছে তারা এগিয়ে থাকে। এজন্য আমি মনে করি প্রত্যেকটি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকা উচিত।
অনুষ্ঠানে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক ইস্কান্দার মির্জার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজম খান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান।
এ ছাড়াও অর্থনীতি বিভাগের শিক্ষক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও সাবেত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.